এই যে
তোমার মাথার ভিতরে
কত গুলো জঞ্জাল
কপালের লেখা
আর হাত ধরে করা
কেমন এই বিস্তার
পারছি না আর পারবো না
বলে বলে
কেটে যাচ্ছে
জীবনের কারবার
তোমার মাথার ভিতরে
কত গুলো জঞ্জাল
কপালের লেখা
আর হাত ধরে করা
কেমন এই বিস্তার
পারছি না আর পারবো না
বলে বলে
কেটে যাচ্ছে
জীবনের কারবার
Comments