সে দিন , যে দিন
আর থাকযে না কোনো অপেক্ষা
চোখ নিমিয়ে , আমি নিয়ে যাবো
আমার সঙ্গে, তোমার প্রতীক্ষা

আর থাকবে না বাকি
হাত ধরে রাস্তায় চলার স্বপ্ন
আর বলতে হবে না
কেন তুমি আমার আপন

সূর্য উঠবে আকাশে আর ফেলবে
একি ছায়া , পৃথিবীর গায়ে
আমি চলে যাবো কিন্তু
রহিবে না, পদচিন্হ এই পায়ে

সে দিন, সে দিন
রেখে এসো আমায় আবার গঙ্গার ধারে
ঠিক সেভাবে যেমন করে এনে ছিলে
আমায় এক দিন, তোমার এই ঘরে

আমায় রেখে ফিরে জেও
যেন সেখানে বসে থেকো না
আমি বয়ে যাবো সেই ধারে
আর আবার তো ডাকবো না

Comments

Popular posts from this blog

प्रेम - तलाश ख़त्म

प्रेम है

मर्यादा